IQNA

লিবিয়ায় কুরআনিক রেডিও স্টেশন ভবন সশস্ত্র হামলা + ছবি

16:00 - July 31, 2017
সংবাদ: 2603543
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপলিতে 'কামামুল এন্ডোলিস' নামক কুরআনিক রেডিও স্টেশন ভবনে কয়েক জন সশস্ত্র সন্ত্রাসী প্রবেশ করে কর্মীদের পেটানোর পর হত্যার হুমকি দিয়েছে।
লিবিয়ায় কুরআনিক রেডিও স্টেশন ভবন সশস্ত্র হামলা
বার্তা সংস্থা ইকনা: লিবিয়ার কুরআনিক রেডিও স্টেশনের নিজস্ব ফেসবুকে লিখেছে, বৃহস্পতিবার (২৭শে জুলাই) এক দল সশস্ত্র সন্ত্রাসী প্রবেশ করে সকল কর্মীদের হাত-পা বেধে হত্যার হুমকি দিয়ে পেটানো শুরু করে। এরপর তারা কুরআনিক রেডিও স্টেশনের মূল্যবান জিনিসপত্র লুণ্ঠন করে।
সন্ত্রাসীরা এধরণের কাজ কেন করেছে সে সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
কুরআনিক রেডিও স্টেশনে কোন প্রকার দেশের অভ্যন্তরীণ রাজনৈতিকের বিষয়ে আলোচনা করা হয়না। এই স্টেশন থেকে শুধুমাত্র কুরআন তিলাওয়াত প্রচার করা হয়।
iqna

লিবিয়ায় কুরআনিক রেডিও স্টেশন ভবন সশস্ত্র হামলা লিবিয়ায় কুরআনিক রেডিও স্টেশন ভবন সশস্ত্র হামলা লিবিয়ায় কুরআনিক রেডিও স্টেশন ভবন সশস্ত্র হামলা লিবিয়ায় কুরআনিক রেডিও স্টেশন ভবন সশস্ত্র হামলা


captcha