নামাজ, রোজা, হজ, যাকাত, খুমস, গনিমত কবুল হওয়ার মাধ্যম হচ্ছে ইমামত। আর ইমামগণই আল্লাহর হারামকে হারাম এবং হালালকে হালাল করে থাকেন।
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম মোল্লাই বলেন, আমাদের অনেকর ইবাদতের সঠিক প্রভাব রাখে না। এর মূল কারণ হচ্ছে ইমামতকে গ্রহণ ও তার আনুগত্য করার ক্ষেত্রে আমাদের দুর্বলতা রয়েছে।
সুতরাং আমাদেরকে প্রথমত জানতে হবে তখনই একটি কাজের সুফল পাওয়া যাবে যখন তা সঠিকভাবে ও পরিপূর্ণরূপে পালন করা হবে।
দ্বিতীয়ত: আমাদের সকল কাজ যদি ইমামদের নির্দেশমতো হয় তাহলে তা পরিপূর্ণতা লাভ করবে।
ইমাম রেজা(আ.) এসম্পর্কে বলেছেন:
« بِالْإِمَامِ تَمَامُ اَلصَّلاَةِ وَ اَلزَّکَاةِ وَ اَلصِّیَامِ وَ اَلْحَجِّ وَ اَلْجِهَادِ وَ تَوْفِیرُ اَلْفَیْءِ وَ اَلصَّدَقَاتِ وَ إِمْضَاءُ اَلْحُدُودِ وَ اَلْأَحْکَامِ وَ مَنْعُ اَلثُّغُورِ وَ اَلْأَطْرَافِ اَلْإِمَامُ یُحِلُّ حَلاَلَ اَللَّهِ وَ یُحَرِّمُ حَرَامَ اَللَّهِ وَ یُقِیمُ حُدُودَ اَللَّهِ وَ یَذُبُّ عَنْ دِینِ اَللَّهِ وَ یَدْعُو إِلَى سَبِیلِ رَبِّهِ بِالْحِکْمَةِ وَ اَلْمَوْعِظَةِ اَلْحَسَنَةِ وَ اَلْحُجَّةِ اَلْبَالِغَةِ (الكافي، ج1، ص200)
আমাদের সকল ইবাদত যেমন: নামাজ, রোজা, হজ, যাকাত, খুমস, জিহাদ ইত্যাদি একমাত্র ইমামের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে। ইমামগণই আল্লাহর হারামকে হারাম এবং হালালকে হালাল করে থাকেন। তারাই আল্লাহর বিধানকে হেফাজত করেন ও দ্বীনের রক্ষা করেন। আর ইমামগণ হিকমত ও প্রজ্ঞার মাধ্যমে সবাইকে আল্লাহর নির্দেশিত পথে হেদায়েত করেন। শাবিস্তান