IQNA

ইসলামিক সেন্টারে হামলাকারীর গ্রেফতারের পুরস্কার ১০ হাজার ডলার

19:49 - August 06, 2017
সংবাদ: 2603583
আন্তর্জাতিক ডেস্ক: গতকাল সকালে আমেরিকার মিনেসোটা প্রদেশের 'ব্লুমিনটুন' শহরে দারুল ফারুক ইসলামিক সেন্টারে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। হামলাকারীকে গ্রেফতারের জন্য মিনেসোটা" রাজ্যের আমেরিকান-ইসলামিক রিলেশনস পরিষদ ১০ হাজার ডলার পুরষ্কার ঘোষণা করেছে।
ইসলামিক সেন্টারে হামলাকারীর গ্রেফতারের পুরস্কার ১০ হাজার ডলার
বার্তা সংস্থা ইকনা: গতকাল (৫ আগস্ট) ফজরের নামাজের সময় এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের সময় ২০ জন মুসল্লি মসজিদের ভিতরে ছিল। তবে কারো কোন ক্ষতি হয়নি।
আমেরিকান-ইসলামিক রিলেশনস পরিষদ দারুল ফারুক ইসলামিক সেন্টারের নিরাপত্তা বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছে।
নাগরিক অধিকার সংস্থার কর্মকর্তা আমির মালেক বলেন: আশা করছি এই পুরস্কার ঘোষণার মাধ্যমে ঘাতকে অতি তাড়াতাড়ি গ্রেফতার করা সম্ভব হবে।
তিনি বলেন: এই ঘাতককে গ্রেফতার করে এটা প্রমাণ করতে হবে যে, পবিত্র স্থানে যদি কেউ হামলা করে তাহলে তার কোন রেহায় নেই।
গত সপ্তাহে নাগরিক অধিকার সংস্থা নিনেসোটা রাজ্যের কাসল রক শহরের আল মাগফিরা গোরস্থানের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের কার্যক্রমের বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য পুলিশের নিকট আহ্বান জানিয়েছে।
আমেরিকার মিডিয়া ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম সম্পর্কে লিখেছে, চলতি বছরে ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে।
iqna



ট্যাগ্সসমূহ: আমেরিকা ، ইসলাম ، ইকনা ، ফজর ، নামাজ
captcha