IQNA

18:27 - August 08, 2017
সংবাদ: 2603600
আন্তর্জাতিক ডেস্ক: মক্কা-মদিনার সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, আজ (৮ জুলাই) 'আল আজিজিয়া' অঞ্চলে হাজিদের থাকার একটি হোটেলে আগুন লেগেছে।
মক্কায় হাজিদের হোটেলে অগ্নিসংযোগ
বার্তা সংস্থা ইকনা: অগ্নিকাণ্ডের সময়ে ভারতের ৩৯১ জন হাজি হোটেলটিতে অবস্থান করছিলো।
মক্কা-মদিনার সিভিল ডিফেন্স অফিস প্রধান 'সারগারদ নায়েফ আল শারিফ' বলেন: আজ সকাল ৭:৩১ মিনিটে 'আল আজিজিয়া' অঞ্চলে হাজিদের থাকার একটি হোটেলে আগুন লাগার খবর শুনতে পায়।
৭ তলা বিশিষ্ট ঐ ভবনে আগুন লাগার ফলে ভবনটি সপ্তম তলা বেশ ক্ষত হয়। অগ্নিকাণ্ডের সময় ভবনে ৩৯১ জন হাজি ছিল।
শরিফ বলেন: ঘটনার কিছুক্ষণের মধ্যে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তারা উপস্থিত হাজিদের ভবন থেকে বের করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোন হাজির কোন ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন: আগুন লাগার কারণ জানার জন্য তদন্ত কমিটি প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে।
iqna

মক্কায় হাজিদের হোটেলে অগ্নিসংযোগ

                                                          
মক্কায় হাজিদের হোটেলে অগ্নিসংযোগ             

ট্যাগ্সসমূহ: মক্কা ، ইকনা ، ইকন ، ভারত ، হোটেল ، আগুন
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: