বার্তা সংস্থা ইকনা: হামলার সময় হোটেলের ভেতরে ৭০ জন মানুষ ছিল; ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। আল-মাসিরা টেলিভিশন চ্যানেল খবর দিয়েছে, হোটেলটির ওপর কয়েক দফা বিমান হামলা হয়েছে।
এদিকে, সানারা দক্ষিণাঞ্চলে একটি নিরাপত্তা কেন্দ্রের ওপর সৌদি বিমান হামলায় দু জন নিহত ও ১০ জন আহত হয়েছে।
অনদিকে, ইয়েমেনের সেনাবাহিনী ও জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধাদের হামলায় সৌদি আরবের তিনজন ভাড়াটে সেনা মারা গেছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় তায়িজ ও বাইদা প্রদেশের কয়েকটি এলাকায় সৌদি অবস্থানে হামলা চালালে এসব সেনা মারা যায়।
iqna