IQNA

মুহাররাম উপলক্ষে ইমাম হুসাইনের (আ.) মাজারে কালো পতাকা উত্তোলন

12:58 - September 22, 2017
সংবাদ: 2603890
আন্তর্জাতিক ডেস্ক: প্রতি বছর মুহাররাম মাস উপলক্ষে ইমাম হুসাইনের (আ.) মাজারের পতাকা পরিবর্তন করা হয়। পূর্বেল লাল পতাকা খুলে সেই স্থানে কালো পতাকা স্থাপন করা হয়।
মুহাররাম উপলক্ষে ইমাম হুসাইনের (আ.) মাজারে কালো পতাকা উত্তোলন
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম হোসাইন ইবনে আলীর (আ.) মাজার হল ইসলামের বার ইমামের অন্তর্ভুক্ত তৃতীয় ইমাম হযরত ইমাম হোসাইন ইবনে আলীর সমাধি যা ইরাকের কারবালায় অবস্থিত। প্রতি বছর ইমাম হুসাইনের (আ.) লাখো অনুসারী পবিত্র আশুরা, ইমাম হোসাইন ইবনে আলীর (আ.) শাহাদাত বার্ষিক পালন করার জন্য আশুরার দিন এখানে উপস্থিত হন।

মুহররম মাস হচ্ছে শোকের মাস এবং ইমাম হুসাইনের (আ.)শাহাদতের মাস। এই উপলক্ষে গতকাল (২১শে সেপ্টেম্বর) সন্ধ্যা ইমাম হুসাইনের (আ.) পবিত্র মাজারের লাল পতাকা পরিবর্তন করে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

প্রতি বছরের ন্যায় এবছরেও মুহাররম মাসের এক তারিখে এশার নামাজের পর ইমাম হুসাইন (আ.)এর মাজার কমিটির কর্মকর্তাগণসহ দেশি বিদেশী বহু ধর্মপ্রাণ মুসলমান উপস্থিতিতে ইমাম হুসাইন (আ.)এর মাজারের পতাকা পরিবর্তন করা হয়েছে।

ইমাম হুসাইন (আ.)এর মাজারের সাথে সাথে তার ভাই হযরত আব্বাস (আ.)এর মাজারের লাল পতাকা পরিবর্তন করে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

iqna


captcha