মুহররম মাস হচ্ছে শোকের মাস এবং ইমাম হুসাইনের (আ.)শাহাদতের মাস। এই উপলক্ষে গতকাল (২১শে সেপ্টেম্বর) সন্ধ্যা ইমাম হুসাইনের (আ.) পবিত্র মাজারের লাল পতাকা পরিবর্তন করে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
প্রতি বছরের ন্যায় এবছরেও মুহাররম মাসের এক তারিখে এশার নামাজের পর ইমাম হুসাইন (আ.)এর মাজার কমিটির কর্মকর্তাগণসহ দেশি বিদেশী বহু ধর্মপ্রাণ মুসলমান উপস্থিতিতে ইমাম হুসাইন (আ.)এর মাজারের পতাকা পরিবর্তন করা হয়েছে।
ইমাম হুসাইন (আ.)এর মাজারের সাথে সাথে তার ভাই হযরত আব্বাস (আ.)এর মাজারের লাল পতাকা পরিবর্তন করে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।