বার্তা সংস্থা ইকনা: ইরানের আরবিভাষী চ্যানেল আল-আলম জানিয়েছে, হামলায় সৌদি রাজার আস-সালাম প্রাসাদের দুই প্রহরী নিহত এবং অপর দুই জন আহত হয়েছে। সৌদি সংবাদ মাধ্যমে এক হামলাকারী নিহত হওয়ার খবরও দেয়া হয়েছে।
সৌদি নিরাপত্তা বাহিনী ধারণা করছে, জেদ্দার রাজপ্রাসাদে হামলাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা এবং ধরার জন্য তল্লাসি অভিযান শুরু হয়েছে। অবশ্য, সৌদি সরকার এখনো এ সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি।
এদিকে, জেদ্দার প্রাসাদ এলাকায় বসবাসকারী আমেরিকান নাগরিকদের সতর্ক থাকার জন্য হুঁশিয়ার করে দিয়েছে মার্কিন দূতাবাস।
iqna