
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মানুষের জীবন দু ধরনের একটি হচ্ছে পার্থিব সুখ শান্তিলাভের আশায় কষ্ট করা এবং কাজ করা। যা বর্তমানে সবাই করছে বিশেষ করে যারা বস্তুবাদী এবং পার্থিব জীবনকেই সবকিছু মনে করে।
শুধুমাত্র দুনিয়ার জন্য যারা জীবন-যাপন করে তাদের কপালে কষ্ট এবং তিক্ততা ছাড়া আর কিছু আসবে না। কেননা মানুষের জীবন শুধুমাত্র এই ক্ষণিকের দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। তাকে পরকালের চিরন্তন জীবনের জন্য কাজ করতে হবে।
আরেক ধরনের জীবন হচ্ছে মানুষ একটি বড় উদ্দেশ্য নিয়ে জীবন-যাপন করবে। যেখানে শুধু সে তার নিজের বস্তুগত জীবনকেই দেখবে না। বরং সেখানে সে আখিরাতের চিরন্তন জীবনের সুখ শান্তির জন্য চেষ্টা করবে।
সে প্রথমে তার হেদায়েতের ইমামকে চিনবে ও তার আবির্ভাবের পথকে সুগম করার চেষ্টা করবে। আর এই পথে সে তার জীবন দিতেও কুণ্ঠাবোধ করবে না। এই ধরণের জীবন-যাপন হচ্ছে সঠিক জীবন পদ্ধতি।
এই পথে সে যত বেশী অগ্রসর হবে ততই সে জীবনের প্রকৃত মানে কুজে পাবে এবং জীবনকে সফল মনে করবে। কেননা সে তার দায়িত্ব পালন করেছে এবং তার উদ্দেশ্যে পথে যথাসাধ্য চেষ্টা করেছে। আর এই চেষ্টার মর্যাদা অনেক বেশী। শাবিস্তান