IQNA

23:58 - November 08, 2017
সংবাদ: 2604275
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের শারজাহয় অনুষ্ঠিত আন্তর্জাতিক গ্রন্থ প্রদর্শনীতে বিশ্বের প্রাচীনতম কুরআন শরিফ প্রদর্শিত হয়েছে।
বিশ্বের প্রাচীনতম কুরআনের ছবি

বার্তা সংস্থা ইকনা: বার্মিংহাম কুরআন নামে প্রসিদ্ধ এই পাণ্ডুলিপিটি দর্শনার্থীদের প্রদর্শনের জন্য শারজাহের ৩৬তম আন্তর্জাতিক গ্রন্থ প্রদর্শনীতে উপস্থান করা হয়েছে।

কাচের বাক্সের মধ্যে পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি প্রদর্শন করা হয়েছে এবং এই মুল্যবান পাণ্ডুলিপির পাশে ডিজিটাল মনিটরের মাধ্যমে পাণ্ডুলিপির বিবরণ উপস্থাপন করা হয়েছে।

এই পাণ্ডুলিপিটি তৃতীয় খলিফা উসমান ইবনে আফ্ফানের শাসনামলে লেখা হয়েছে। দুই বছর পূর্বে ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী থেকে এই পাণ্ডুলিপিটি উদ্ধার করা হয়।

৩৬তম আন্তর্জাতিক গ্রন্থ প্রদর্শনী ১ম নভেম্বর শুরু হয়েছে এবং একাধারে ১০ম নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

iqnaট্যাগ্সসমূহ: বিশ্ব ، আমিরাত ، ইকনা ، কুরআন
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: