IQNA

হোটেল কর্মরতদের হিজাবে নিষেধাজ্ঞার বিরোধিতায় মালয়েশিয় মন্ত্রী

17:46 - November 15, 2017
সংবাদ: 2604321
আন্তর্জাতিক ডেস্কঃ হোটেলে কর্মরতদের হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কিছু কিছু হোটেল কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত নীতির নিন্দা জানিয়েছে মালয়েশিয়ার সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়।

টুডে অনলাইনের উদ্ধৃতি দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মালয়েশিয়ার সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী নাজারি আজিজ, এদেশের কিছু কিছু হোটেল কর্তৃক গৃহীত হিজাব বিরোধী নীতিকে অবৈধ বলে আখ্যায়িত করে এ পদক্ষেপকে বোকামি বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন: হিজাব আমাদের সংস্কৃতির অংশ। যেকোন প্রকার ধর্মীয় ও বর্ণ বৈষম্যের বিরোধিতা করে মালয়েশিয়ার সংবিধান।

এদিকে একই সময়ে মালয়েশিয়ার বিরোধী দলও এক বিবৃতি প্রকাশ করে, হোটেলগুলোর এমন নীতির বিরুদ্ধে মামলা করতে আগ্রহীদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, এ নীতি অবলম্বনের ফলে কিছু কিছু হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীরা। এর ধারাবাহিকতায় ইস্যুটি মুসলিম এ দেশের বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।#3663892


captcha