IQNA

সম্পূর্ণ কুরআন হেফজ করলেন মিশরের নিরক্ষর নারী

15:57 - December 05, 2017
সংবাদ: 2604479
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের নিরক্ষর নারী "সামিরা আব্দুস সত্তার" ৫৭ বছর বয়স থেকে কুরআন হেফজ করা শুরু করেন। তার একনিষ্ঠ প্রচেষ্টার মাধ্যমে ৬ বছরে সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।

সম্পূর্ণ কুরআন হেফজ করলেন মিশরের নিরক্ষর নারী



বার্তা সংস্থা ইকনা: মিশরের ফায়উম গ্রামের নিবাসী সামিরা শৈশবকালে বিভিন্ন সমস্যার কারণে শিক্ষা অর্জন থেকে বঞ্চিত ছিলেন।
দীর্ঘ দিন নিরক্ষর থাকা সত্ত্বেও তিনি কুরআন তিলাওয়াত ও হেফজের প্রতি আগ্রহ পোষণ করেন এবং তার ৫৭ বছর বয়সে তার সন্তানদের বিবাহের পর কুরআন তিলাওয়াতের অডিও ফাইল শুনে কুরআন হেফজ করা শুরু করেন। দীর্ঘ ৬ বছর পর তিনি সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
এছাড়াও তিনি এই ছয় বছরে তার বাড়ী পাশের মসজিদে কুরআন হেফজ কোর্সে অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি মিশরে অনুষ্ঠিত এক হেফজ প্রতিযোগিতায় এই নারী অংশগ্রহণ করেছেন এবং সেখানে তিনি শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন।
iqna

 

captcha