IQNA

ট্রাম্পের ইসলাম বিরোধী কর্মের নিন্দা জানালো আমেরিকান মুসলমানেরা

4:49 - December 06, 2017
সংবাদ: 2604488
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার টেক্সাসের মুসলমানরা ডোনাল্ড ট্রাম্প এর ইসলামবিরোধী আইন প্রতিক্রিয়ার নিন্দা এবং শান্তি ও ঐক্যের বার্তা দেয়ার জন্য সমাবেশের আয়োজন করেন।

ট্রাম্পের ইসলাম বিরোধী কর্মের নিন্দা জানালো আমেরিকান মুসলমানেরা


বার্তা সংস্থা ইকনা: কৃষ্ণাঙ্গ ম্যালকম এক্স এবং পেশাদার মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলী ক্লে - দুই মুসলিম আমেরিকানদের স্মরণে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে মুসলমানরা ট্রাম্পের ইসলামবিরোধী পদক্ষেপের নিন্দা জানান এবং মুসলমানরা শান্তি প্রিয় সেই বার্তা দেন।

টেক্সাসের মুসলিম নেতা ওমর সুলেইমান, বলেন: ট্রাম্প, ইসলাম বিরোধী ফিল্ম প্রকাশ করে মুক্তির মুসলমানদেরকে খারাপ বলে প্রচার করতে চায়। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায়ের মত ভাল কোন সম্প্রদায় নেই।

মুসলিম বিরোধী ভিডিও পুনরায় প্রকাশের জন্য মার্কিন প্রেসিডেন্ট তুমুল সমালোচনার পাত্র হয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প গত বুধবার ব্রিটিশ" বর্ণবাদীর সমর্থন করেন এবং তার ইসলাম বিরোধী টুইট পুনরায় সম্প্রচার করেন।

ট্রাম্প এত বেশী ইসলাম বিদ্বেষী যে সে ক্ষমতায় আসার পর মুসলমানদেরকে আমেরিকায় দেশে প্রবেশ করার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ট্রাম্পের এই সকল ইসলাম বিরোধী কর্মকাণ্ডের জন্য সারা বিশ্বে এবং বিশেষ করে ইউরোপে তার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে।

iqna

captcha