IQNA

সৌদি আরবের ক্রোধের উত্তর দিলো আলজেরিয়া

18:49 - December 19, 2017
সংবাদ: 2604596
আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ার একটি স্টেডিয়ামে সৌদি রাজার ব্যঙ্গচিত্র প্রকাশ করার জন্য সৌদি কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়েছে। তবে আলজেরিয়ার সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীরা সৌদি আরবের কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার উপযুক্ত উত্তর দিয়েছে।

সৌদি আরবের ক্রোধের উত্তর দিলো আলজেরিয়া

 

বার্তা সংস্থা ইকনা: আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভকারীদের ব্যবহৃত একটি ব্যঙ্গচিত্রে অসন্তুষ্টি প্রকাশ করেছে সৌদি আরব।

সৌদি আরবের বাদশা সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনা করে ব্যঙ্গচিত্রটি করা হয়েছে।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে গত শনিবার আলজিয়ার্সের একটি স্টেডিয়ামে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে আইন মেলিল্লা ফুটবল ক্লাব।

তুরস্কের আনাদলু সংবাদ সংস্থার এক  প্রতিবেদনে বলা হয়েছে, আলজিয়ার্সের ফুটবল সমর্থকরা অনেক ব্যানারে ট্রাম্প-সালমানের মুখমণ্ডলের একটি ব্যঙ্গচিত্র এঁকে বিক্ষোভে অংশ নেন। চিত্রে অর্ধেক অংশ সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ এবং বাকি অর্ধেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই চিত্রের মাধ্যমে ট্রাম্পের প্রতি আরব ও মুসলিম বিশ্বের ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

ব্যানারগুলোর ক্যাপশনে লেখা ছিল- ‘একই মুদ্রার দুই পিঠ’।

ব্যঙ্গচিত্রটি মুহূর্তেই সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। সৌদি মিডিয়াগুলো এ ঘটনাকে বাদশা সালমানের জন্য অপমান বলে মনে করছে।

সোমবার বিষয়টি নিয়ে সৌদি শুরার চেয়ারম্যান আবদুল্লাহ বিন ইব্রাহিম আল-শেখ আলজেরিয়ান কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন।

iqna

 

 

 

captcha