বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি মোহন ভাগবত মন্তব্য করেন, ভারতে যারা থাকেন তারা সকলেই হিন্দু। এই মন্তব্যকে প্রত্যাখ্যান করে স্বামী স্বরূপানন্দ সরস্বতী বলেন, এই চিন্তা ভাবনার পিছনে কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। তাছাড়া সকলেই হিন্দু হলে সামাজিক ভিত নড়ে যাবে। পরে এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, হিন্দুরা বেদ ও শাস্ত্র মেনে আচার ধর্ম পালন করে। মুসলিমরা পবিত্র কোরআন মেনে চলেন। আরা খ্রীষ্টানরা বাইবেলকে অনুসরণ করেন।
বুধবার বৃন্দাবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন দ্বারকা-সারদা পীঠের শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী।
অযোধ্যায় রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলের কোনো অধিকার নেই সেখানে রাম মন্দির নির্মাণ করার। তাদের কাজও না মন্দির নির্মাণ করা। এমনকী ধর্ম নিরপেক্ষ দেশের কোনো সরকারেরও সেই অধিকার নেই (মন্দির নির্মাণ করার)। শুধু শঙ্করাচার্য ও ধর্মাচার্যদের সেই অধিকার আছে।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে এক জনসমাবেশে উপস্থিত হয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত বলেছিলেন, ভারতে যারা বাস করেন তারা সকলেই হিন্দু। দেশে বসবাসকারী মুসলিমরাও আসলে হিন্দু। আরটিএনএন