IQNA

‘সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে সন্ত্রাসীরা’

14:46 - December 28, 2017
সংবাদ: 2604663
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব দ্যা জেনারেল স্টাফ ভ্যালেরি গেরামিসভ বলেছেন, সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস-সহ অন্য সন্ত্রাসীরা। সিরিয়াকে অস্থিতিশীল করে তোলার জন্য মার্কিন সেনারা এসব সন্ত্রাসীদের নির্দেশনা দিচ্ছে।

‘সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে সন্ত্রাসীরা’

 

বার্তা সংস্থা ইকনা: রাশিয়ার কমোসমোলস্কায়া প্রাভদা পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে রুশ সেনাপ্রধান বুধবার এসব কথা বলেন।

তিনি বলেন, সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আত-থানফ শহরের কাছে একটি মার্কিন ঘাঁটিকে সন্ত্রাসীদের প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করা হয়েছে।

মার্কিন সেনা পরিচালিত আত-থানফ ঘাঁটির পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে রুশ সেনাপ্রধান বলেন, ‘স্যাটেলাইট চিত্র ও অন্যান্য তথ্য থেকে দেখা যাচ্ছে যে, সন্ত্রাসীরা ওই ঘাঁটিতে অবস্থান করছে এবং তারা সক্রিয়ভাবে সেখানে প্রশক্ষিণ নিচ্ছে।’

তিনি আরো অভিযোগ করেন, উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের শাদ্দাদাহ শহরের কাছে একটি শরণার্থী শিবিরকে সন্ত্রাসীদের প্রশিক্ষণ ক্যাম্প হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র।

জেনারেল ভ্যালেরি বলেন, যেসব সন্ত্রাসী প্রশিক্ষণ নিচ্ছে তারা আইএসের সদস্য; শুধুমাত্র তারা রং পাল্টেছে এবং এ অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য ‘নিউ সিরিয়ান আর্মি’ এবং অন্য নামে সন্ত্রাসীদের ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। আরটিএনএন

captcha