বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ন্যানসি এলেন নামের এক খ্রিস্টান লেখিকা মুসলমানদের সমর্থনে দুই বছর ধরে হিজাব পরিধান করে আসছেন।
তিনি বলেন: যারা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে আমি তাদের সমর্থন করি না। কেননা প্রকৃত মুসলমানরা কোন সন্ত্রাসী কাজের সাথে জড়িত থাকে না।
আমি অবাক হই যে ট্রাম্প কিভাবে মুসলমানদেরকে আমেরিকায় প্রবেশে বাধা দেয়। এটা কোন অন্তর্জাতিক আইনের মধ্যে পড়ে না। বরং তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন।
ন্যানসি এলেন বলেন: আমি একারণে হিজাব পরা শুরু করেছি যে যাতে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে মানুষের খারাপ ও ভুল ধারণার অবসান ঘটে।
তিনি বলেন: আলহামদুলিল্লাহ আমার চিন্তাধারাকে মুসলমানরা স্বাগত জানিয়েছেন এবং তারা জোরালোভাবে আমার সমর্থন জুগিয়ে যাচ্ছেন।
iqna