IQNA

ব্রিটিশ বিমান বাহিনীর প্রথম মুসলিম সৈনিক 'আব্রিমা জালু'

22:47 - January 26, 2018
সংবাদ: 2604895
আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পোর্টসমাউথ শহরে বিমান বাহিনীতে প্রথম মুসলিম সৈনিক নিয়োগ করা হয়েছে।

ব্রিটিশ বিমান বাহিনীর প্রথম মুসলিম সৈনিক 'আব্রিমা জালু'

বার্তা সংস্থা ইকনা: গাম্বিয়ান বংশোদ্ভূত ৩৩ বছরের 'আব্রিমা জালু'কে ব্রিটিশ বিমান বাহিনীর প্রথম মুসলিম সৈনিক হিসেবে নিয়োগ করা হয়েছে। গত মঙ্গলবারে ৬৭৯ জন সৈনিককে ব্রিটিশ বিমান বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে মুসলিম সৈনিক হিসেবে আব্রিমা জালু্ও রয়েছে।
শৈশব থেকেই আব্রিমা জালুর স্কোয়াড্রনে কাজ করার স্বপ্ন ছিল। তিনি এ ব্যাপারে বলেন: আমি যখন আফ্রিকায় ছিলাম তখন থেকেই সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছা ছিল।
আব্রিমা জালু বলেন: যখন ব্রিটিশ বিমান বাহিনীতে যোগদান করি তখন আমার জানা ছিলোনা যে, আমিই প্রথম মুসলিম সৈনিক হিসেবে বিমান বাহিনীতে যোগদান করেছি। কিন্তু বিষয়টি যখন জানলাম তখন খুব গর্ববোধ করলাম। মুসলিম হওয়ার কারণে অগ্রগতি থেমে থাকেনি।
ব্রিটিশ বিমান বাহিনীতে তার হালাল খাদ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন: "হালাল খাদ্য গ্রহণের ব্যাপারে আমি শুধুমাত্র একটি কাজ করতে পারি। আর সেটি হচ্ছে যেদিন খাবারের তালিকায় শুকরের মাংস থাকে সেদিন আমি নিরামিষ খাবার খাই।
ব্রিটিশ পোর্টসমাউথের এয়ার ফোর্সের কর্মকর্তা জোনাথন ওল্ড বলেন: আব্রিমা জালু তার কাজের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। বিমান বাহিনীর তার উপস্থিতি ফলে সংখ্যালঘুরা ব্রিটিশ বিমান বাহিনীতে নিজেদের নাম নিবন্ধন করতে উৎসাহিত হবে।
iqna

 

captcha