IQNA

শারজাহয় "কুরআন ও সুন্নত" প্রতিযোগিতা

0:50 - January 29, 2018
সংবাদ: 2604912
আন্তর্জাতিক ডেস্ক: শারজাহয় ২১তম "কুরআন ও সুন্নত" প্রতিযোগিতায় ১২৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতা ২৬শে জানুয়ারি শুরু হয়েছে।

শারজাহয়
বার্তা সংস্থা ইকনা: আমিরাতের কুরআন ও সুন্নত ইন্সটিটিউটের পক্ষ থেকে ২১তম "কুরআন ও সুন্নত" প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা শেষ করার পর ১২৯ জন প্রতিযোগী চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। এই প্রতিযোগিতা দুই বিভাগ তথা পুরুষ ও নারী বিভাগে অনুষ্ঠিত হচ্ছে।
চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় শারজাহর কুরআন ও সুন্নত ইনস্টিটিউটের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান সুলতান মাতার ইবনে দিলমুক, কুরআন ও সুন্নত ইন্সটিটিউটের প্রধান ওমর আলী শামসী এবং শারজাহর কুরআন ও সুন্নত অ্যাওয়ার্ড কমিটির প্রধান আব্দুল্লাহ খালাফ হুসনি সহ বেশ কিছু কুরআনিক ইন্সটিটিউটের পরিচালক উপস্থিত থকবেন।
এই প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম বিভাগে সাধারণ ব্যক্তিবর্গের জন্য কিরাত ও হেফজ প্রতিযোগিতা এবং দ্বিতীয় বিভাগ সেদেশের মসজিদের পেশ ইমামদের জন্য কিরাত ও হেফজ প্রতিযোগিতা।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে দশ লাখ আমিরাতী দিরহাম বিতরণ করা হবে।
iqna

 

captcha