বার্তা সংস্থা ইকনা: বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে ইয়াঙ্গুনে সু চির বাড়ির আঙিনায় বোমাটি নিক্ষেপ করা হলে আগুন ধরে যায় বলে তাঁর দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন।
এ সময় সুচি বাসায় ছিলেন না। তিনি রাজধানী নাইপিদোতে অবস্থান করছিলেন। আর বোমা হামলার ঘটনায় কেউ আহতও হয়নি।
সু চির দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি নিক্ষেপের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
তবে কারা এই বোমা হামলার ঘটনা ঘটিয়েছে, সে সম্পর্কে কোনো কিছু নিশ্চিত করে বলতে পারছেন না কর্মকর্তার। সন্দেহভাজনদের খোঁজে নিরাপত্তা বাহিনী তল্লাশি শুরু করেছে বলে সু চির দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
২০১৭ সালের ২৫ আগস্ট সেনাবাহিনীর ওপর হামলা চালায় আরসা বিদ্রোহীরা। এরপর রাখাইনে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এতে বহু মানুষ নিহত হন। আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাবে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার হয়েছে বহু নারী ও শিশু।
অভিযানের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে সাত লক্ষাধিক রোহিঙ্গা। তাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তিও করেছে মিয়ানমার। তবে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন দেশের কূটনীতিকরা মত দিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের ফেরত পাঠানো ঠিক হবে না।