IQNA

ভারতে মসজিদে সন্ত্রাসীদের হামলা

0:14 - February 06, 2018
সংবাদ: 2604979
আন্তর্জাতিক ডেস্ক: আজ (৫ম ফেব্রুয়ারি) ভারতের উত্তর প্রদেশের রাজ্যের কাশিগঞ্জ এলাকার একটি মসজিদের অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

 ভারতে মসজিদে সন্ত্রাসীদের হামলা

বার্তা সংস্থা ইকনা: উত্তর প্রদেশের পুলিশ ঘোষণা করেছে: সমাজে বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টি করার জন্য এই মসজিদে হামলা চালানো হয়েছে।

মসজিদে হামলার পর এলাকার দোকান-পাট বন্ধ করে দেয়া হয়েছে এবং মসজিদের আশে পাশের এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে, এ হামলার ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের গ্রেফতারের জন্য শোচ্যর রয়েছে।

ভারতে বিজিপি ক্ষমতায় আসার পর মুসলমানদের উপর হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভারতে মোট ১২৫ কোটি জনগণের মধ্যে ২০ কোটি মুসলিম অধিবাসী রয়েছে।

iqna

 

 

captcha