বার্তা সংস্থা ইকনা: আফগান তথ্য কেন্দ্রের নিকটে ৩০শে এপ্রিল সকালে পরপর দুটি আত্মঘাতী হামলা চালানো হয়। এসকল হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই হামলায় ২১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৮ জন সাংবাদিক রয়েছে।
উল্লেখ্য, মোটরসাইকেল আরোহী এক সন্ত্রাসী আফগান তথ্য কেন্দ্রের নিকটে প্রথমে আত্মঘাতী হামলা চালায়। এই হামলার পর লোকজন ঘটনাস্থলে জড়ো হলে অপর এক সন্ত্রাসী নিজের কাছে রাখা বেল্ট বোমার বিস্ফোরণ ঘটায়।