IQNA

মানুষকে ইমাম মাহদীর ভক্ত করার পন্থা

1:52 - May 07, 2018
সংবাদ: 2605697
মানুষকে আকর্ষণ করার জন্য সব থেকে যে জিনিসটি বেশী কাজে লাগে তা হচ্ছে ভাল আচরণ। সুতরাং আমরাও দান খয়রাত এবং মানুষের সাথে সদাচারের মাধ্যমে তাদেরকে শিয়া মাজহাব এবং ইমাম মাহদীর প্রতি আকর্ষণ করতে পারব।



বার্তা সংস্থা ইকনা: ভাল চরিত্রের লোকদেরকে মহান আল্লাহও ভালবাসেন। হাদিসের ভাষায় সদাচারকে "হুসনে খুলক" বলা হয় মহানবী(সা.) এ সম্পর্কে বলেছেন: «إنَّ الرّجُلَ یُدرِک ُبّحُسن ِخُلقِه دَرَجَةَ الصائم ِالقائِمِ؛ যার আচার ব্যবহার ও আখলাক ভাল তার মর্যাদা হচ্ছে সেই ব্যক্তির মত যে দিনে রোজা রাখে এবং রাতে ইবাদত করে।

মহানবীর চরিত্র ও সদাচারের প্রশংসায় আল্লাহ বলছেন: ««وَإِنَّكَ لَعَلى خُلُقٍ عَظِيمٍ» ؛ হে রাসূল! আপনি হচ্ছেন অতি মহত চরিত্রের অধিকারী।

মহানবী(সা.) নিজেও তাঁর নবুয়তের দর্শন হিসাব বলেছেন: «إِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ مَکَارِمَ الْأَخْلَاقِ» আমি নৈতিক চরিত্রকে পূর্ণতায় পৌঁছানোর জন্য প্রেরিত হয়েছি। তিনি আরও বলেছেন: «أشبَهَکُم بی أحسَنَکُم أخلاقاً؛ তোমাদের মধ্যে সেই ব্যক্তি সব থেকে আমার নিকটতম যার চরিত্র সব থেকে ভাল।

পবিত্র কুরআনে আরও বলা হয়েছে: «فَبِما رَحمَةٍ مِنَ الله ِلنتَ لَهُم و لَوکُنتَ فَظًا غَلیظَ القلبِ لَانفضوُا؛ আল্লাহর রহমতের মাধ্যমে আপনি মানুষের প্রতি দয়াশীল হয়েছেন, যদি আপনি কর্কশ ও বদমেজাজি হতেন তাহলে সবাই আপনার চারপাশ থেকে দূরে সরে যেত। শাবিস্তান

captcha