IQNA

দুবাইয়ে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১০৪ দেশের প্রতিনিধির উপস্থিত

23:26 - May 14, 2018
1
সংবাদ: 2605752
আন্তর্জাতিক ডেস্ক: দুবাইয়ে ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান বিশ্বের ১০৪ দেশের প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দুবাইয়ে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১০৪ দেশের প্রতিনিধির উপস্থিত


বার্তা সংস্থা ইকনা: দুবাইয়ে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা কমিটির সভাপতি ইব্রাহিম বুমালহে বলেন: অন্যান্য বছরের তুলনায় এ বছরে অংশগ্রহণকারীদের সংখ্যা অনেক বেশী।
দুবাই অ্যাওয়ার্ড প্রতিযোগিতার গুরুত্ব এবং বিশ্বাসযোগ্যতার কারণে প্রতিনিধিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে তিনি মনে করেন।
ইব্রাহিম বুমালহে বলেন: ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করার জন্য বিভিন্ন দেশর দক্ষ ও অভিজ্ঞ বিচারকদের নির্বাচন করা হয়েছে।
দুবাইয়ে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা কমিটির উপদেষ্টা সায়িদ হারেব বলেন: বিগত ২১ প্রতিযোগিতায় মোট ১৭৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এ বছর মোট প্রতিযোগীর সংখ্যা ১০৪ জন।

দুবাইয়ে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১০৪ দেশের প্রতিনিধির উপস্থিত
দুবাই অ্যাওয়ার্ড ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রতিযোগিতার অনুষ্ঠান পহেলা রমজানে শুরু হবে। উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আমিরাতের খতিবগণ সহকারে মিশর ও সৌদি আরবের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তৃতা পেশ করবেন।
প্রতিযোগিতার প্রধান অংশ দুবাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে সপ্তম রমজানে শুরু হবে এবং একাধারে ২০শে রমজান পর্যন্ত অব্যাহত থাকবে।
এই প্রতিযোগিতায় ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে মুহাম্মাদ রেজা যাহেদী অংশগ্রহণ করবে।
iqna

 দুবাইয়ে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১০৪ দেশের প্রতিনিধির উপস্থিত

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
trpqfpsg
0
0
20
captcha