বার্তা সংস্থা ইকনা: চীনের রাজধানী বেইজিং-এ অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে আয়োজিত উক্ত অনুষ্ঠানে ইরানের প্রসিদ্ধ ক্বারি সাইয়্যেদ জাসেম মুসাভী ৩১শে মে চীনের ইসলামী আঞ্জুমানে তার সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করেছেন।
কুরআন মাহফিলে পর ইসলামী আঞ্জুমানের পক্ষ থেকে ইফতারি বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানরে উক্ত আঞ্জুমানের প্রধান হাসান ইয়াং ফামিঙ্গ এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।
অনুষ্ঠানের শুরুর দিকে বেশ কয়েকজন ছাত্র কুরআন তিলাওয়াত করেন এবং পরবর্তীতে পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে চীনের মুসলমানদের চীনা ঐতিহ্যগত গান পরিবেশন করা হয়। এই ঐতিহ্যগত গানটি চীনা, ফার্সি এবং আরবি ভাষায় লেখা হয়েছে।
উল্লেখ্য, চীনের ইসলামী আঞ্জুমানের নিমন্ত্রণে সেদেশে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে ক্বারি সাইয়্যেদ জাসেম মুসাভী চীনে ভ্রমণ করেছেন এবং এই মাহফিলে অংশগ্রহণ করেছেন।
iqna