IQNA

সর্বোচ্চ নেতার উপস্থিতিতে ইমাম আলীর (আ.)এর শাহাদাত বার্ষিকী পালিত

18:35 - June 06, 2018
সংবাদ: 2605922
আন্তর্জাতিক ডেস্ক: ২১শে রমজান হযরত ইমাম আলী (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ির উপস্থিতিতে শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: তেহরানে ইমাম খোমেনী (রহ.) হুসাইনিয়াতে অনুষ্ঠিত উক্ত শোক মজলিশে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরা অংশগ্রহণ করেছে।
বুধবার (৬ষ্ঠ জুন) যোহরের নামাজের পর উক্ত শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে। শোক মজলিশে আহলে বায়েতের মুসিবতের আলোকে বক্তৃতা পেশ করেন হাজি আলী এনসানী।
iqna

 

captcha