বার্তা সংস্থা ইকনা: তেহরানে ইমাম খোমেনী (রহ.) হুসাইনিয়াতে অনুষ্ঠিত উক্ত শোক মজলিশে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরা অংশগ্রহণ করেছে।
বুধবার (৬ষ্ঠ জুন) যোহরের নামাজের পর উক্ত শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে। শোক মজলিশে আহলে বায়েতের মুসিবতের আলোকে বক্তৃতা পেশ করেন হাজি আলী এনসানী।
iqna