বার্তা সংস্থা ইকনা: মিশরীয় এনডাউমেন্ট মন্ত্রণালয়ের ধর্মীয় বিভাগের প্রধান "শেখ জাবের তায়েয়ী" ঘোষণা করেছেন: বিশ্বের বিভিন্ন দেশের মসজিদের পেশ ইমাম এবং ক্বারি হিসেবে ৩৬১৭ জন মুবাল্লীগকে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন: এছাড়াও মিশরের এনডাউমেন্ট মন্ত্রণালয়ের খরচে ৩ বছরের জন্য ৬৫ জন মুবাল্লীগকে মসজিদের পেশ ইমাম হিসেবে প্রেরণ করা হবে এবং ধর্মীয় পরিষেবা চাহিদা পূরণের জন্য বেশ কয়েকটি দেশ আমাদের নিকটে আহ্বান জানিয়েছিল। আহ্বানকৃত দেশসমূহের ব্যয়ে ৭৭ জনকে অস্থায়ী পেশ ইমাম হিসেবে প্রেরণ করা হবে।
শেখ জাবের তায়েয়ী আরও বলেন: পবিত্র রমজান মাস উপলক্ষে অন্যান্য দেশসমূহে পেশ ইমাম এবং খতিবের দায়িত্ব পালনের জন্য ৯৩ জন মুবাল্লীগকে প্রেরণ করা হয়েছ। এছাড়াও মিশরের এনডাউমেন্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে পেশ ইমাম, খতিব, ধর্মীয় শিক্ষা এবং আরবি ভাষা কোর্সের জন্য ৩৬১৭ জন মুবাল্লীগকে প্রেরণ করা হয়েছে।
iqna