বার্তা সংস্থা ইকনা: মিশরের সবথেকে ক্ষুদে ক্বারিকে সম্মাননা প্রদর্শনের অনুষ্ঠান গত বুধবার (২৭শে জুন) অনুষ্ঠিত হয়েছে। আল-শরক্বিয়া প্রদেশের গভর্নরেটের কার্যনির্বাহী সভায় সেদেশের ক্ষুদে ক্বারি ও হাফেজ "ওমর মুহাম্মাদ ইব্রাহীম"কে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
তিন বছরের ক্ষুদে ক্বারি মুহাম্মাদ ইব্রাহীম পবিত্র কুরআন হেফজ ছাড়াও জার্মানি, ইংরেজি এবং ফরাসি ভাষায় পূর্ণ দক্ষ রয়েছেন। সম্মাননা প্রদর্শনের পর "শfন্তির ধর্ম ইসলাম" শিরোনামে বক্তৃতা পেশ করেন।
গভর্নর খালিদ সাইদ এই ক্ষুদে ক্বারি ও হাফেজকে সম্মাননা পদক প্রদান ছাড়াও নগদ অর্থ অনুদান করেন।
আল্লাহ প্রদত্ত এই প্রতিভার ব্যাপারে গভর্নর খালিদ সাইদ সন্তুষ্ট প্রকাশ করেন।
iqna