বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা এইএসের নিজস্ব ওয়েবসাইট আমাক ঘোষণা করেছে, এই সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে।
তবে এই হামলার ব্যাপারে বিস্তারিত কিছু প্রকাশ করেনি এবং কেন এই হামলা চালানো হয়েছে সেব্যাপারেও কিছু উল্লেখ করেনি।
বেলুচিস্তান প্রদেশের কেন্দ্রীয় শহর কোয়েটার মাষ্টং এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এই হামলার ফলে কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আজ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় বেনু শহরে সন্ত্রাসীরা অপর এক আত্মঘাতী হামলা চালায়। এই হামলায় চার জন নিহত হয়েছেন। এই হামলার এক ঘণ্টা পরে বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীরা আত্মঘাতী হামলা চালায়।
iqna