বার্তা সংস্থা ইকনা: এডেন শহরের মুয়াল্লা এলাকার "আব্দুল্লাহ এযাম" মসজিদের খতিব এবং পেশ ইমাম শেখ মোহাম্মদ রাঘব বাযারয়া'কে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন: ২১মে জুলাই সশস্ত্র সন্ত্রাসীরা একটি গাড়ীতে করে এসে শেখ মোহাম্মাদ রাঘবকে গুলি করে পালিয়ে যায়। শেখ মোহাম্মাদ রাঘব নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় সন্ত্রাসী তার মাথায় চারটি গুলি করে। এর ফলে তিনি ঘটনাস্থলে মারা যান।
প্রতিবেদন অনুযায়ী, গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এখনও পর্যন্ত কেউ বা কোন গোষ্ঠী এই হামলার দায়ভার গ্রহণ করেনি। এডেনের পুলিশও এ ব্যাপারে কোন বিবৃতি প্রকাশ করেনি।
৩৬ বছর বয়সী শেখ মোহাম্মাদ রাঘব ২০১৫ সালে মাঝামাঝি থেকে এডেন শহরের আব্দুল্লাহ এযাম মসজিদের পেশ ইমামের দায়িত্ব পালন করে আসছেন।
ইয়েমেনের এনডাউমেন্টের মন্ত্রণালয় এডেনের মসজিদের ইমামদের ক্রমাগত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এই শহরের মুবাল্লিগদের নিরাপত্তা প্রদানের জন্য নিরাপত্তা বাহিনীকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছে।
iqna