IQNA

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি;

সমঝোতা রক্ষার বল এখন ইউরোপে

22:32 - July 31, 2018
সংবাদ: 2606344
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আবারো ২০১৫ সালে তার দেশের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত আন্তর্জাতিক পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ায় আমেরিকার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, পরমাণু সমঝোতায় আমেরিকার অনুপস্থিতির ফলে যে শুন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণের জন্য বল এখন ইউরোপের কোর্টে।

সমঝোতা রক্ষার বল এখন ইউরোপের কোর্টে: রুহানি

বার্তা সংস্থা ইকনা: ইরানে নিযুক্ত ব্রিটেনের নতুন রাষ্ট্রদূত রব ম্যাকাইয়েরের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এ মন্তব্য করেন। রব ম্যাকাইয়ের এ সময় নিজের পরিচিয়পত্র প্রেসিডেন্ট রুহানির কাছে তুলে ধরেন।
পরমাণু সমঝোতা বা জেসিপিওএ প্রসঙ্গে রুহানি বলেন, "আজ আমরা জেসিপিওএ ব্যাপারে একটি ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছি। পরমাণু সমঝোতা থেকে আমেরিকা অবৈধভাবে বেরিয়ে যাওয়ার ফলে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেয়ার জন্য ইউরোপ যেসব পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে তাদেরকে আরো স্বচ্ছ হতে হবে।"

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইসলামি প্রজাতন্ত্র কখনোই এ অঞ্চলে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে নি এবং আন্তর্জাতিক পানিপথেও কোনো ধরনের গোলযোগ তৈরির ইচ্ছা নেই তেহরানের। তবে নিজের তেল বিক্রির ন্যায্য অধিকার থেকে ইরান কখনোই সরে আসবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

iqna

captcha