বার্তা সংস্থা ইকনা: ইরানে নিযুক্ত ব্রিটেনের নতুন রাষ্ট্রদূত রব ম্যাকাইয়েরের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এ মন্তব্য করেন। রব ম্যাকাইয়ের এ সময় নিজের পরিচিয়পত্র প্রেসিডেন্ট রুহানির কাছে তুলে ধরেন।
পরমাণু সমঝোতা বা জেসিপিওএ প্রসঙ্গে রুহানি বলেন, "আজ আমরা জেসিপিওএ ব্যাপারে একটি ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছি। পরমাণু সমঝোতা থেকে আমেরিকা অবৈধভাবে বেরিয়ে যাওয়ার ফলে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেয়ার জন্য ইউরোপ যেসব পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে তাদেরকে আরো স্বচ্ছ হতে হবে।"
প্রেসিডেন্ট রুহানি বলেন, ইসলামি প্রজাতন্ত্র কখনোই এ অঞ্চলে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে নি এবং আন্তর্জাতিক পানিপথেও কোনো ধরনের গোলযোগ তৈরির ইচ্ছা নেই তেহরানের। তবে নিজের তেল বিক্রির ন্যায্য অধিকার থেকে ইরান কখনোই সরে আসবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।