IQNA

প্রতিবাদী কবিতার জন্য ইসরাইলি আদালতে ফিলিস্তিনি নারীর কারাদণ্ড

13:12 - August 01, 2018
সংবাদ: 2606350
আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী কবিতা পোস্ট করার জন্য ফিলিস্তিনি কবি ডেরেন টাটোরকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে ইসরাইলের একটি আদালত।


বার্তা সংস্থা ইকনা: কবিতার মাধ্যমে ‘সন্ত্রাসকে উসকে দেয়ার’ অভিযোগে মঙ্গলবার নাজারাতের জেলা আদালত ইসরাইলি নাগরিক ৩৬ বছর বয়সী টাটোরকে এই দণ্ড দেয়। এর আগে তাকে প্রায় তিন বছর গৃহবন্দী করে রাখা হয়েছিল।

২০১৫ সালের অক্টোবরে ইসরাইলি সেনাদের সঙ্গে প্যালেস্টাইনিদের সহিংস সংঘর্ষের ছবিসহ একটি কবিতা ফেসবুকে এবং ইউটিউবে পোস্ট করেন। কবিতাটির শিরোনাম ছিল ‘প্রতিহত, আমার লোকেরা তাদের প্রতিহত করেছে’। এর কয়েকদিন পরেই ইসরাইলি পুলিশ অভিযান চালিয়ে টাটোরকে গ্রেপ্তার করেছিল।

ইসরাইলি প্রসিকিউটরদের দাবি, তার পোস্টে সহিংসতার জন্য আহ্বান জানানো হয়েছিল। তাকে গ্রেপ্তারের পর প্রায় তিন বছর গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছিল। এ সময় তাকে তাকে তার কবিতা প্রকাশ করার এবং ইন্টারনেট ব্যবহারে বাধা প্রদান করা হয়েছিল।

টাটোরের আইনজীবী গ্যাবি লস্কি জানান, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

তিনি বলেন, ‘কবিতাটি সরকার বিরুদ্ধে একটি অপরাধ বলে আমি মনে করি না।’ আল জাজিরা

captcha