বার্তা সংস্থা ইকনা: তিনি আজ তেহরানের জুমা নামাজের খোতবায় এ মন্তব্য করে বলেছেন, বর্তমান মার্কিন সরকার পরমাণু-সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় এ সরকারের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসা অসম্ভব।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ৩০ জুলাই ঘোষণা করেন যে তিনি ইরানের সঙ্গে কোনো শর্ত ছাড়াই আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন। অথচ গত ৮ মে ইরানের বিরুদ্ধে কয়েকটি ভিত্তিহীন অভিযোগ তুলে তিনি ইসলামী এই দেশটির সঙ্গে সাক্ষর-করা পরমাণু-সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার এবং তেহরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।
হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি আগামী ৫ আগস্ট 'ইসলামী মানবাধিকার দিবস' প্রসঙ্গে বলেছেন, ইসলাম যেমন সত্য ধর্ম তেমনি তার মানবাধিকারও বাস্তব অথচ মার্কিন সরকারসহ পশ্চিমা কোনো কোনো সরকার মানবাধিকারের সমর্থক হওয়ার দাবি করলেও রাসায়নিক অস্ত্র ব্যবহার ও নিরপরাধ জনগণকে হত্যা করে তাদের কলঙ্কিত চেহারা তুলে ধরেছে।
তিনি আরও বলেছেন, সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধে সিরিয় সরকারি বাহিনী ও ইয়েমেনি বাহিনীর অব্যাহত বিজয় স্বাধীনতা বা মুক্তিরই বিজয় এবং তা মার্কিন সরকার ও দখলদার ইসরাইলিদের পরাজয়। সৌদি-মদদপুষ্ট সন্ত্রাসীদের ওপর খুব শিগগিরই চূড়ান্ত আঘাত হানা হবে বলে হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি উল্লেখ করেছেন।