IQNA

কুরআন ও আহলে বাইত (আ.) মানব জাতির হেদায়েতের উৎস: গবেষক

0:01 - August 08, 2018
সংবাদ: 2606403
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামী গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মন্দেগারি বলেছেন যে, কুরআন ও আহলে বাইত (আ.) মানব জাতির হেদায়েতের উৎস।

কুরআন ও আহলে বাইত (আ.) মানব জাতির হেদায়েতের উৎস: গবেষক

 

বার্তা সংস্থা ইকনা: বিশিষ্ট ইসলামী গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মন্দেগারি ইরানের রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: প্রত্যেক মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ ব্যক্তিত্ব রয়েছে; বাহ্যিক ব্যক্তিত্ব তার অর্থ, সম্পদ ও পার্থিব পদ-মর্যাদার সাথে সম্পৃক্ত। কিন্তু অভ্যন্তরীণ ব্যক্তিত্ব হচ্ছে তার আধ্যাত্মিক ও আত্মিক অবস্থার সাথে সম্পৃক্ত।

তিনি বলেন: মানুষ আল্লাহর প্রতি অবিচল আস্থা ও ঈমানের মাধ্যমে শক্তিশালী মন-মানসিকতা গড়ে তুলে। যখন মানুষের দৃষ্টিতে একমাত্র আল্লাহ থাকবে, তখন সে দুনিয়ার চাকচিক্যে নিজেকে মোহচ্ছন্ন করবে না। ইমাম খোমেনী একমাত্র আল্লাহর উপর ভরসা করেছিলেন বলে; বর্তমান বিশ্বে এত বড় বিপ্লব করতে সক্ষম হয়েছিলেন। তিনি বিশ্বের পরাশক্তি আমেরিকার প্রতি তাচ্ছিল্য করে বলেছিলেন যে, আমেরিকা আমাদের কোন ক্ষতি করতে পারবে না।

হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মন্দেগারি পবিত্র কুরআন ও আহলে বাইত (আ.) মানব জাতির হেদায়েতের উৎস হিসেবে উল্লেখ করে বলেন: আল্লাহ তায়ালা আমাদের দিকনির্দেশনার জন্য যুগে যুগে বহু নবী-রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন হযরত মুহাম্মাদ (সা.)। তিনি কিয়ামত পর্যন্ত মানব জাতিকে হেদায়েত ও দিকনির্দেশনার জন্য উৎস হিসেবে পবিত্র কুরআন ও আহলে বাইতকে (আ.) আমাদের মাঝে রেখে গেছেন। শাবিস্তান

 

 

captcha