IQNA

ইসরাইলির হামলায় শহীদ হলেন হামাসের ২ যোদ্ধা

0:01 - August 08, 2018
সংবাদ: 2606405
আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের দুই সদস্য শহীদ হয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: হামাসের সামরিক বিভাগ ইজ্জেদ্দিন আল কাসসাম ব্রিগেড আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় নিজেদের দুই যোদ্ধা শহীদ হওয়ার কথা স্বীকার করেছে। শহীদ ব্যক্তিরা আহমেদ মুরজান এবং আব্দুল হাফিজ আল সিলাউয়ি বলে হামাস তার বিবৃতিতে উল্লেখ করেছেন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
ইসরাইলি ড্রোন হামলায় হামাসের এ দুই সদস্য শহীদ হয়েছেন বলে ফিলিস্তিনি একাধিক সূত্র জানিয়েছে। যদিও তারা ট্যাংকের গোলার আঘাতে নিহত হয়েছে বলে ইসরাইলি বাহিনী দাবি করেছে। গাজার উত্তর অংশ থেকে থেকে রকেট ছোঁড়ার জবাবে হামাসের অবস্থানে হামলা চালানো হয়েছে বলে ইসরাইল এক বিবৃতিতে জানিয়েছে।

iqna

captcha