IQNA

দায়েশের প্রধানের অডিও বার্তা প্রকাশ

19:26 - August 24, 2018
সংবাদ: 2606547
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ দিন পর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রধান আবু বকর আল বাগদাদীর এক অডিও বার্তা প্রকাশ হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: বিতর্কিত সংবাদ প্রকাশের পর অর্থাৎ দায়েশ তথা আইএসের প্রদান আবু বকর আল বাগদাদীর আহত অথবা নিহত হওয়ার খবর প্রকাশ হওয়ার পর তার একটি অডিও বার্তা প্রকাশ হয়েছে।
কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রকাশিত এই অডিও বার্তাটি দায়েশের প্রধান আবু বকর আল বাগদাদীর, নাকি তার কণ্ঠ অন্য কেউ নকল করে এটি প্রকাশ করেছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
যে ব্যক্তি এই অডিও বার্তায় নিজেকে দায়েশের প্রধান বলে দাবী করেছে সে এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের নিজ দায়িত্বে যুদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছে।
সুযজু সংবাদপত্র একটি প্রতিবেদন প্রকাশ করেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রধান আবু বকর আল বাগদাদী এই অডিও বার্তায় আমেরিকান যাজককে নিয়ে আঙ্কারা এবং ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে ইঙ্গিত করেছে।
আল-বাগদাদীর সর্বশেষ অডিও ফাইল ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের শেষের দিয়ে প্রকাশ পেয়েছিল। অর্থাৎ সিরিয়ার রাক্কা শহরে (নিজেদের স্ব-ঘোষিত রাজধানী) নিজেদের তৎপরতা হারানোর আগে সর্বশেষ অডিও বার্তাটি প্রকাশ হয়েছিল।
iqna

 

captcha