IQNA

সাইয়্যেদ জাওয়াদ হুসাইনির সুললিত কণ্ঠে সূরা ইব্রাহিমের তিলাওয়াত

23:29 - September 29, 2018
সংবাদ: 2606843
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ইরানের প্রসিদ্ধ ক্বারি সাইয়্যেদ জাওয়াদ হুসাইনি এক মাহফিলে কুরআন তিলাওয়াত করেছেন।


বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন তিলাওয়াতের অডিও ফাইলটি সামাজিক নেটওয়ার্কে প্রকাশিত হয়েছে। ক্বারি সাইয়্যেদ জাওয়াদ হুসাইনি এই মহফিলে সূরা ইব্রাহিমের ৩‌১ থেকে ৪‌১ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছেন।
জুলাই মাসের শেষে দিকে ইরানের কেরমান শহরে অনুষ্ঠিত এক মাহফিলে তিনি এই তিলাওয়াতটি পেশ করেন। বার্তা সংস্থা ইকনা'র দর্শনার্থীদের জন্য সাইয়্যেদ জাওয়াদ হুসাইনির সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াতের অডিও ফাইলটি পেশ করা হল:
iqna

 

captcha