IQNA

ইতালীয় ফটোগ্রাফার:

আরবাইনের পদযাত্রায় ইমাম হুসাইন (আ.) তাঁর সকল ভক্তদের আহ্বান জানান + ভিডিও

23:56 - October 05, 2018
সংবাদ: 2606906
আন্তর্জাতিক ডেস্ক: ইতালির খ্রিস্টান ফটোগ্রাফার ক্লাউদিয়া বোরজিয়া রোমে জীবন যাপন করেন। তিনি ২০১৩ সালে ইরাক সফর করে ইমাম হুসাইন (আ.)এর আরবাইনের পদযাত্রায় অংশগ্রহণ করেন।

 উইঘুর মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ করুন: চীনকে ইইউ পার্লামেন্ট
বার্তা সংস্থা ইকনা: মিডিয়া সম্পাদকের সাথে এক সাক্ষাৎকারে ক্লাউদিয়া রোরজিয়া বিশ্বের সর্ববৃহৎ বার্ষিক মানব সমাবেশ সম্পর্কে বলেন: আরবাইনের শান্তির বার্তা আমি বিশ্ববাসীর নিটকে পৌঁছে দিতে পেরে আমি গর্বিত। আরবাইনের পথ সত্যের পথ। আমি এসেছি সেসকল নারীদের দেখার জন্য যারা হযরত জায়নাব (সা.আ.)এর মতো শক্তিশালী ও দৃঢ় সংকল্প নিয়ে এই পথ অতিক্রম করে।
ধর্মীয় ইতিহাস সম্পর্কে যে ক্ষুদ্র ধারণ ছিল, তা বাস্তবে পরিণত করার জন্য আমি এখানে এসেছি। আমার উদ্দেশ্য সকল কুসংস্কারকে দুর করে সত্যকে চেনা।
আরবাইনের পদযাত্রা, এমন একটি যাত্রা যেখানে ইমাম হুসাইন (আ.) তাঁর সকল ভক্তদের আহ্বান জানান। ২০১২ সালে এই সফরে আসতে ব্যর্থ হয়। কিন্তু পরের বছর পরিস্থিতি এমন ছিল যে আমার মনে হয়েছে ইমাম হুসাইন (আ.) তাঁর অন্যান্য জিয়ারতকারীদের মত আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন।
ইতালির খ্রিস্টান ফটোগ্রাফার ক্লাউদিয়া বোরজিয়া নিজেকে আরবাইনের রাষ্ট্রদূত হিসেবে অবিহিত করেছেন এবং ইতালিতে ফিরে যাওয়ার পর রোমের ফটোগ্রাফি সোসাইটি ভবনে আরবাইনের ৬ হাজার নির্বাচিত ছবি দর্শনার্থীদের দেখার জন্য প্রদর্শন করেছেন।
iqna

 

captcha