IQNA

কাবুলে দুই বোমা বিস্ফোরণে হতাহত ১১

23:52 - October 06, 2018
সংবাদ: 2606917
আন্তর্জাতিক ডেস্ক: কাবুলের পুলিশ ঘোষণা করেছে, রাজধানী কাবুলের দ্বাদশ নিরাপত্তা এলাকায় দুটি বোমা বিস্ফোরণের ফলে দুই জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

শেষ জামানায় প্রতীক্ষাকারীদের অঢেল সম্পদ
বার্তা সংস্থা ইকনা: কাবুলের নিরাপত্তা কর্মকর্তা বাসির মুজাহিদ আমর মিডিয়ায় বলেন, রাস্তার পাশে পুতে রাখা দুটি মাইন বিস্ফোরণের ফলে এই হতাহতে ঘটনা ঘটে। আজ সকাল ৭টায় কাবুলের দ্বাদশ নিরাপত্তা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বাসির মুজাহিদ আরও বলেন: এই বিস্ফোরণের ফলে দুই জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জন পুলিশ রয়েছে। প্রথম বিস্ফোরণটি কর্মীদের ইঞ্জিনকে লক্ষ্যবস্তু করে ঘটানো হয়। এরফলে একজন অধ্যাপক নিহত হন। প্রথম মাইনটি বিস্ফোরণের কিছুক্ষণ পরেই দ্বিতীয় মাইনটির বিস্ফোরণ ঘটে। সন্ত্রাসী গোষ্ঠী তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।
উল্লেখ্য, আফগানিস্তানের রাজধানী কাবুল বিশ্বের ৬৪তম মহানগর জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এই শহর পঞ্চম স্থানে অবস্থান করছে।
iqna

 

captcha