IQNA

দয়া, মহানুভবতা ও সদাচরণ রাসূলের (সা.) শ্রেষ্ঠত্বের কারণ

23:56 - December 05, 2018
সংবাদ: 2607455
আল্লাহ তায়ালা রাসূলকে (সা.) চারটি বিশেষ বৈশিষ্ট্যের কারণে অন্যান্য মানুষ এমনকি নবী-রাসূলদের থেকে শ্রেষ্ঠত্বের অধিকারী করেছেন; আর সে বৈশিষ্ট্যগুলো হচ্ছে সুদৃঢ় ঈমান, দয়া, মহানুভবতা ও সদাচরণ।

বার্তা সংস্থা ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরানের খ্যাতনামা ইসলামি গবেষক ও চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ বাকের আলাভী বলেছেন: আল্লাহ তায়ালা এক লক্ষ ২৪ হাজার নবী-রাসূলদের মধ্যে থেকে একমাত্র ইসলামের নবী হযরত মুহাম্মাদকে (সা.) মিরাজে নিজের সান্নিধ্যে ডাকেন। এ মিরাজে রাসূল (সা.) সশরীরে আল্লাহর আরশে হাজির হন এবং তার সাথে সাক্ষাত করেন। এ সময় আল্লাহ তার সবচেয়ে প্রিয় রাসূলকে বলেন: হে আহমাদ! আমি চারটি বৈশিষ্ট্যের কারণে তোমাকে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে মনোনীত করেছি, সে বৈশিষ্ট্যগুলো হচ্ছে সুদৃঢ় ঈমান, দয়া, মহানুভবতা ও সদাচরণ।

তিনি বলেন: ইয়াকিন তথা ঈমানের গভীর থেকে আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা মানুষকে অভিষ্ঠ লক্ষ্যে পৌছাতে সাহায্য করে। আর ইয়াকিন যদি ইলম তথা জ্ঞানের সাথে হয়, তাহলে নিশ্চয় দুনিয়া ও পরকালে কল্যাণ হাসিল করা সম্ভব।

তিনি বলেন: আমরা সামান্যতম বিপদ ও মুসিবতে ধৈর্য হারিয়ে ফেলি। আর এর অর্থ হল আল্লাহর প্রতি আমাদের ঈমান ও আস্থার ঘাটতি রয়েছে। কাজেই আমরা যদি জীবনে সফলকাম হতে চাই; তবে অবশ্যই আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করতে হবে।

 

captcha