IQNA

আবার ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট

21:40 - December 27, 2018
সংবাদ: 2607627
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী দামেস্কের কাছে শত্রুর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। একই পদ্ধতিতে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে নিক্ষিপ্ত বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার প্রায় একমাস পর মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটল।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সিরিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত আল-ইখবারিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে, দামেস্কের পশ্চিম শহরতলীর আকাশে এসব লক্ষ্যবস্তুকে ধ্বংস করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো লেবাননের আকাশ দিয়ে সিরিয়ার আকাশে প্রবেশ করেছে বলে এগুলিও ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে ছোঁড়া হয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শত্রুর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সঙ্গে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সংঘর্ষের ফলে আকাশে যে প্রচণ্ড বিস্ফোরণ হয় তার শব্দ দামেস্কের প্রায় সব জায়গা থেকে শোনা গেছে। কোনো কোনো সূত্র বলেছে, রাজধানী দামেস্কের পশ্চিম উপকণ্ঠে অবস্থিত মেজ্জে সামরিক বিমানবন্দরের আকাশে এই সংঘর্ষ হয়।

ওদিকে সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী লেবাননের নাগরিকদের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থাগুলো জানিয়েছে, তারা আকাশে যুদ্ধবিমানের আনাগোনার শব্দ শুনতে পেয়েছেন।

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে সিরিয়ার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে যুদ্ধবাজ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দেয়ার দু’দিন পর দামেস্কের আকাশে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার খবর পাওয়া গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সিরিয়া থেকে তার দেশের সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

iqna

 

captcha