বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঘোষণা করেছেন: শান্তি আলোচনায় সমঝোতা করতে আফগান সরকার ও তালেবান সম্মত প্রদান করেছে। তবে এই আলোচনার সঠিক সময় এখনও নির্ধারণ করা হয়েনি।
এই কর্মকর্তা আরও বলেন: যদিও আলোচনা সময়সূচী সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা করা হয়নি। তবে তালেবান ও আফগান সরকার এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। অতি শীঘ্রই তারা তাদের পারস্পারিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবে।
উল্লেখ্য, তালেবানের প্রতিনিধিদের সাথে সরাসরি আলোচনা করতে আফগানিস্তানের মধ্যস্থতাকারী প্রতিনিধি দল গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে ভ্রমণ করেছিল। কিন্তু তালেবানের প্রতিনিধিরা আফগানিস্তানের মধ্যস্থতাকারী প্রতিনিধি দলের সাথে আলোচনা করেনি।