IQNA

নাইজেরিয়ায় জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

15:19 - December 31, 2018
সংবাদ: 2607651
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় ৩৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ৩৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুক্রবার (৩০শে ডিসেম্বর) শুরু হয়েছে। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় গোম্বী প্রদেশের উসমান ড্যানফডিও বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ সেন্টারের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গোম্বী রাষ্ট্রের গভর্নর ইব্রাহীম হুসাইন ডানকাভাম্বু বলেন: এই প্রতিযোগিতা দেশের মুসলমানদের মধ্যে ঐক্য গঠন এবং পারস্পরিক সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইব্রাহীম হুসাইন সেদেশের অগ্রগতিতে অবদান রাখার জন্য মুসলমান তরুণদের ইসলামিক ও পাশ্চাত্য বিজ্ঞান অধ্যয়ন করার আহ্বান জানিয়েছেন।
এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল্লাহ আবু যুরু ঘোষণা করেছেন: নাইজেরিয়ার রাজধানী আবুজার স্বয়ত্বশাসিত অঞ্চলে এই দেশের ৩৩টি প্রদেশের প্রতিযোগীর উপস্থিতিতে মোট ৬টি বিভাগে এই প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন: ৩৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতায় নারী ও পুরুষ বিভাগে শীর্ষ স্থানে উত্তীর্ণদেরকে কুয়েত ও সৌদি আরবে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রেরণ করা হবে।
আব্দুল্লাহ আবু যুরু আরও বলেন: নাইজেরিয়ায় কুরআন শিক্ষা শক্তিশালী করার জন্য উসমান ড্যানফডিও ইউনিভার্সিটি কুরআনীয় পাঠ্য চ্যাম্পিয়নশিপ হিসাবে এই প্রতিযোগিতাগুলি নিবন্ধন করার পরিকল্পনা করেছে।
উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ৫ম জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
iqna

 

captcha