বার্তা সংস্থা ইকনা: হেলমান্দের স্থানীয় কর্তৃপক্ষ আজ (৫ম জানুয়ারি ঘোষণা করেছেন: গতরাতে (৪র্থ জানুয়ারি) আফগান জাতীয় নিরাপত্তা বিশেষ বাহিনীর সেরাজ নদীর তীরের কিছু এলাকায় অপারেশন চালিয়ে সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের বেশ কয়েক গুরুত্বপূর্ণ কেন্দ্র সম্পূর্ণরূপে ধ্বংস করেছে।
প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানের ফলে তালেবানের বিপুল অস্ত্র ও গোলাবারুদ আফগান নিরাপত্তা বাহিনী জব্দ করেছে। এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন মন্তব্য প্রকাশ হয়নি।
এছাড়াও আফগান সেনারা মালিকী মাজহাবের ১২ জনকে তালেবানের কারাগার থেকে মুক্ত করেছে। আফগান সেনারা এ পর্যন্ত বেশ কয়েকবার হেলমান্দের বিভিন্ন এলাকা থেকে তালেবানের হাতে বন্দীদের মুক্তি করেছে।
উল্লেখ্য, আফগানিস্তানে বসবাসরত মালিকীরা আরব গোত্রে এবং সেদেশের প্রাচীন উপজাতি হিসেবে প্রসিদ্ধ। আহলে সুন্নতের চার মাজহাবের মধ্যে মালিকীও একটি মাজহাব।
iqna