IQNA

21:39 - February 24, 2019
সংবাদ: 2608006
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার হোমস শহরের ঐতিহাসিক “খালিদ বিন ওয়ালীদ” মসজিদটি মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেয়া হয়েছে।

পুনরায় খুলে দেয়া হলো সিরিয়ার হোমসের ঐতিহাসিক মসজিদবার্তা সংস্থা ইকনা: মসজিদটির পুনরায় উদ্বোধন অনুষ্ঠানে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের মুফতি “সালাহ মাঝিউফ” বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন।

এই মসজিদটি ২১শে ফেব্রুয়ারি (বুধবার) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পুনরায় উদ্বোধন করা হয়েছে।

উল্লেখ্য, হোমস শহরের ঐতিহাসিক “খালিদ বিন ওয়ালীদ” মসজিদটি ২০১৩ সালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে চেচেন প্রজাতন্ত্রের

বিনিয়োগের রমজান কাদিরভ, চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান ক্বাদিরোফের আর্থিক সহায়তা সংস্কার করা হয়েছে।

 

দায়েশের হাতে নিহতদের বৃহত্তম গণকবর আবিষ্কার

সিরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, সিরিয়ার রাক্কা শহরে দায়েশের হাতে নিহতদের সর্ববৃহৎ গণকবরের সন্ধান মিলেছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের সন্ত্রাসীরা এই কবরস্থানে একসাথে ৩৫০০ জনকে দাফন করেছে।

দায়েশের হাতে নিহতদের বৃহত্তম গণকবর আবিষ্কার

সিরিয়ার কুর্দি বাহিনীর আধিপত্যের এক বছর অতিবাহিত হওয়ার পর এই গণকবরটি সিরিয়ার উত্তরে রাক্কা শহরে আবিষ্কৃত হয়েছে।

এছাড়াও রাক্কা শহরের প্রবেশ পথে আরও ৮টি গণকবর সনাক্ত করা হয়েছে। এরমধ্যে প্যানোরামা নামক এক কবরস্থানে একসাথে ৯০০ মৃতদেহ দাফন করা হয়েছে। iqna

 

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: