IQNA

ইসরাইলি প্রতিযোগীর সঙ্গে খেলতে অস্বীকার; সর্বোচ্চ নেতার সঙ্গে আরিনের বিশেষ সাক্ষাৎ + ছবি

20:18 - February 25, 2019
সংবাদ: 2608010
আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরাইলের প্রতিযোগীর সঙ্গে খেলতে অস্বীকার করায় ইরানের সর্বোচ্চ নেতার প্রশংসা কুড়িয়েছেন জাতীয় দাবারু দলের প্রতিভাবান কিশোর অরিন গোলামি। গতকাল (রোববার) ইরানের এই দাবারু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে দেখা করেন।

বার্তা সংস্থা ইকনা: এ সময় অরিন গোলামির সঙ্গে তার বাবা ও মা ছিলেন। সর্বোচ্চ নেতা অরিনকে কাছে ডেকে তার মাথায় চুমু দেন এবং তার জন্য দোয়া করেন। সর্বোচ্চ নেতা তাকে উদ্দেশ করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ পুঁজি। 

সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে অরিন দেখা করেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদ্‌স ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানির সঙ্গে। তিনিও তার প্রশংসা করেন এবং তাকে কাছে টেনে আদর করেন। 

গত ৬ জানুয়ারি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ইসরাইলি দাবারুর সঙ্গে খেলতে অস্বীকৃতি জানান অরিন গোলামি।

রাহবারের সঙ্গে আরিন গোলামির কথোপকথন তুলে ধলা হল:

সর্বোচ্চ নেতা: তাহলে তুমি জাতীয় দলে যোগ দিয়েছ?

আরিন গোলামি: হ্যাঁ, আপনার অনুগ্রহ, ধন্যবাদ।

সর্বোচ্চ নেতা: আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তোমাদেরকে রক্ষা করুক। ইনশাল্লাহ! আল্লাহ তায়ালা তোমাদেরকে ইসলাম ও এদেশের জন্য রক্ষা করুক। তিনি তোমার বাবা এবং তিনি তোমার মা? ইনশাল্লাহ! আল্লাহ তায়ালা আপনাদের (বাবা ও মা) হায়াত দারাজ করুক। ইনশাল্লাহ! দুনিয়া ও আখিরাতে এই সন্তান আপনাদের মুখ উজ্জ্বল করুক।

আরিন গোলামি: আপনার সেবায় আমি এই ব্যাজটি (পদক) আপনাকে দিতে চাই।

সর্বোচ্চ নেতা: এই (ব্যাজ)টি আমি তোমার নিকট হতে গ্রহণ করেছি এবং তোমাকে পুনরাই ফিরিয়ে দিচ্ছি; আমি চাই এটাকে তুমি যত্নসহকারে সংরক্ষণ করে রাখ।

captcha