IQNA

আফগানিস্তানে ২০১৮ সালে সংঘর্ষের ফলে ৩৮০৪ জন নিহত: জাতিসংঘ

22:07 - February 25, 2019
সংবাদ: 2608016
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ এক প্রতিবেদনে ঘোষণা করেছে: আফগানিস্তানে ২০১৮ সালে সংঘর্ষের ফলে ৩৮০৪ জন নিহত এবং ৭১৮৯ জনের অধিক আহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানে জাতিসংঘের অফিস (UNAMA) গতকাল এক বিবৃতিতে ঘোষণা করেছে: ২০১৮ সালে আফগানিস্তানে সংঘর্ষের ফলে ৩৮০৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত বছরের (২০১৭ সাল) তুলনায় ২০১৮ সালে নিহতের সংখ্যা ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে: ২০১৮ সালে ৭১৮৯ জনের অধিক আহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ৯২৭ জন শিশু রয়েছে। বাৎসরিক রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ২০১৮ সালেই সর্বাধিক শিশু নিহত হয়েছে।

নিহতদের মধ্যে ৩৭ শতাংশ সন্ত্রাসী গোষ্ঠী তালেবান এবং ২০ শতাংশ দায়েশ তথা আইএস ও ৬ শতাংশ অজ্ঞাত সন্ত্রাসীর হাতে নিহত হয়েছেন। এছাড়াও ২৪ ২শতাংশ সেদেশের জাতীয় নিরাপত্তা বাহিনী ও সরকারি বাহিনী কর্তৃক নিহত হয়েছেন। iqna

 

 

 

captcha