IQNA

জেনারেল সুলায়মানিকে 'দি অর্ডার অব জুলফিকারে ভূষিত করলেন সর্বোচ্চ নেতা

19:08 - March 11, 2019
সংবাদ: 2608103
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ি দেশের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানিকে সর্বোচ্চ সামরিক পদক 'দি অর্ডার অব জুলফিকার' দিয়ে ভূষিত করেছেন।

জেনারেল সুলায়মানিকে 'দি অর্ডার অব জুলফিকারে ভূষিত করলেন সর্বোচ্চ নেতাবার্তা সংস্থা ইকনা: ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর জেনারেল সুলায়মানিই প্রথম সামরিক কর্মকর্তা যিনি এ পদক পেয়েছেন। দি অর্ডার অব জুলফিকারের পর দি অর্ডার অব কনকোয়েস্ট সর্বোচ্চ সামরিক পদক যেটি তিনি এ পর্যন্ত তিনবার লাভ করেছেন। ইরানের আইআরজিসির কুদস ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জেনারেল সুলায়মানি। বিশ্বের প্রভাবশালী বাহিনী হিসেবে এ ফোর্সের বিশেষ সুপরিচিতি রয়েছে।

মার্কিন প্রভাবশালী সাময়িকী 'ফরেন পলিসি' ২০১৯ সালে বিশ্বের শ্রেষ্ঠ প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিষয়ে চিন্তাবিদ হিসেবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলায়মানি নাম ঘোষণা করেছে। তালিকায় এর পর রয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন দার লেয়েন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হুমকি দেয়ার পর তার বিরুদ্ধে পাল্টা এবং কড়া জবাব দিয়ে জেনারেল সুলায়মানি গত বছরের জুলাইয়ে সংবাদ মাধ্যমগুলোর প্রধান শিরোনামে উঠে এসেছিলেন। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, "আপনাকে মোকাবেলা করার জন্য ইরানের গোটা সামরিক বাহিনীর প্রয়োজন নেই। আইআরজিসি'র কুদস বাহিনী একাই যথেষ্ট।"

সিরিয়া এবং ইরাকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে নিযুক্ত দেশদু'টির জাতীয় বাহিনীকে ইরানের একটি সামরিক উপদেষ্টা দল পরামর্শ দিয়েছে। জেনারেল সুলায়মানি এ দলের নেতৃত্ব দিয়েছেন। iqna

 

captcha