IQNA

23:06 - March 11, 2019
সংবাদ: 2608108
আন্তর্জাতিক ডেস্ক: সাইকেল চালিয়ে হজে যাওয়ার প্রস্তুতিমূলক প্রশিক্ষণে অংশ নিয়েছেন কেনিয়ার ৪ অভিজাত নাগরিক। এদের একজন নারী ও ৩ জন পুরুষ। হজে অংশ নেওয়ার পাশাপাশি তারা দরিদ্রদের জন্য প্রতিষ্ঠিত একটি সেবা সংগঠনের কল্যাণ তাহবিলও সংগ্রহ করবে বলে জানা গেছে।

বার্তা সংস্থা ইকনা: গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা যায়, সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুন কেনিয়া থেকে হজের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তারা। ৪৫ দিনের দীর্ঘ সাইকেল ভ্রমণের জন্য নিজেদের তৈরি করতে বর্তমানে পাহাড়ি এলাকায় সাইকেল চালিয়ে প্রস্তুতি গ্রহণ করছেন তারা।

আফ্রিকা থেকে এটিই হবে সাইকেলে চড়া প্রথম হজ কাফেলা। কেনিয়া কোস্ট ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন (কেসিটিএ)-এর অফিসার মোসাম্বা জানান, ‘কেনিয়ার এ ৪ সাইক্লিস্ট বলেছে যে তারা ৪৫ দিনে কেনিয়া থেকে পবিত্র হজ পালনে মক্কায় পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ।’

তারা কেনিয়া থেকে যাত্রা শুরু করে প্রথমে ইথিওপিয়া, তারপর উত্তর সুদান হয়ে ফেরিতে লাল সাগর পাড়ি দিয়ে জেদ্দা বন্দর হয়ে পবিত্র হজ পালনে মক্কায় পৌঁছাবেন। এ দলের ৪ সদস্য হলেন- মোহাম্মদ জহির (দলনায়ক), আনোয়ার মানসুর, মোহাম্মদ সেলিম মোহাম্মদ এবং নারী প্রতিনিধি ওসমান ইদরিসা। ইনকিলাব

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: