IQNA

ইয়েমেনে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী সংস্থা;
20:11 - March 13, 2019
সংবাদ: 2608123
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী সংস্থা ঘোষণা করেছে: গেল সোমবার ইয়েমেনে আরব জোটের বিমান হামলার ফলে ১২ শিশু নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইয়েমেন মেডিকেল উৎসের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী সংস্থা কর্মী লিজ গ্র্যান্ডে বলেন: সোমবার ইয়েমেনের হুজ্জত প্রদেশের কাশর শহরে আরব জোটের বিমান হামলার ফলে ১২ জন শিশু এবং ১০ জন নারী  নিহত হয়েছেন।

তিনি বলেন: এই হামলায় অপর ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী ১৪ জন রয়েছে।

লিজ গ্র্যান্ডে আরও বলেন: ইয়েমেনে বেসামরিক নাগরিকদের উপর সৌদি আরবের বর্বরোচিত হামলার ফলে সেদেশের অনেক শিশু আবাস এবং সানার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: